সিপিএ মার্কেটিং কি || What is CPA Marketing || সিপিএ মার্কেটিং করে আয় করার উপায়

বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিং গুলোর মধ্যে যে কয়টি ভাগ রয়েছে তার মধ্যে সিপিএ মার্কেটিং অন্যতম।  যদি ইন্টারনেটে মার্কেটিং এর কথা বলা হয় তবে সেখানে এফিলিয়েট মার্কেটিং টা সবার কাছে প্রথমে চলে আসবে।  কিন্তু আপনি কি জানেন এফিলিয়েট মার্কেটিং এর চেয়েও সিপিএ মার্কেটিং অত্যান্ত লাভজনক।  

What is CPA Marketing

সিপিএ মার্কেটিং  (CPA Marketing) করে অনলাইনে টাকা আয় করা যায় খুব সহজেই।  আপনি যদি আপনার নিজের কোনো ব্লগে আয় বৃদ্ধি করতে চান তাহলে সিপিএ মার্কেটিং টা আপনার জন্য অধিক গুরুত্বপূর্ণ।  ডিজিটাল মার্কেটিং কে অনেক গুলা ভাবে বিভক্ত করা হয়ে থাকে।  তার মধ্যে সিপিএ মার্কেটিং এফিলিয়েট মার্কেটিং এর চেয়ে ক্ষানিকটা অন্যরকম।  এফিলিয়েট মার্কেটিং এ আপনি যদি কোনো পণ্যের বিক্রি কর‍তে পারেন তবেই সেখান থেকে পণ্যের মূল্য অনুযায়ী নির্দিষ্ট পরিমান কমিশন লাভ করতে পারবেন।  


তবে,  সিপিএ মার্কেটিং এর ক্ষেত্রে বিষয়টা কিছুটা আলাদা।  এখানে,  আপনাকে পণ্যের বিক্রি করার প্রয়োজন হবে না।  যদি আপনি কোনো কাস্টমার কে লিংকের মাধ্যমে নিয়ে আসতে পারেন তাহলেই আপনি টাকা আয় করতে পারবেন।  


প্রিয় পাঠকবৃন্দ,  আমাদের আজকের আর্টিকেলে জানবো সিপিএ মার্কেটিং কি (what is CPA marketing) ।  সিপিএ মার্কেটিং কেন এত বেশী গুরুত্বপূর্ণ ।  কিভাবে আপনিও শুরু করতে পারেন সিপিএ মার্কেটিং।  অত্যন্ত সহজ আকারে আপনাদের সামনে সব কিছু বিস্তারিত ভাবে তুলে ধরবো।  আর্টিকেল টি শেষ পর্যন্ত পড়ে ফেলুন।

সিপিএ মার্কেটিং কি? - what is CPA marketing

সিপিএ মার্কেটিং (CPA Marketing) একটি শর্ট ফর্ম যার সম্পুর্ণরুপ হলো - Cost Per Action.। সিপিএ মার্কেটিং এ সাধারণত আপনার কোনো কাজ নেই।  কোনো কোম্পানি বা ব্রান্ড যে লিংক টি আপনাকে প্রদান করবে সে লিংকের মাধ্যমে আপনার ভিজিটর দের তার কাছে পাঠাতে হবে। তারা যদি লিংক এর মাধ্যমে কোনো পণ্য ক্রয় করে থাকে সেক্ষেত্রে আলাদা ভাবেও আপনি অতিরক্তি কমিশন পেয়ে যাবেন। 


আপনার মাধ্যমে যাওয়া ভিজিটর যদি লিংক এর মাধ্যমে গিয়ে কোনো কিছু ক্রয় বা কিছু করে সেটার উপরেই আপনি কমিশন পাওয়া শুরু করবেন। সিপিএ মার্কেটিং টা মূলত এফিলিয়েট এর মতই সামান্য কিছু ব্যবধান এখানে রয়েছে।  


বিষয়টা যদি আরো বিস্তারিত ভাবে বলি তাহলে,  ধরুন, আপনার একটি ব্লগ ওয়েবসাইট রয়েছে।  যেখানে,  আপনার প্রচুর ট্রাফিক আসে।  আপনি যে কোম্পানির advertisers হিসেবে সিপিএ মার্কেটিং (CPA Marketing)  করবেন সেখানে আপনাকে নির্দিষ্ট ভাবে কিছু কাজ দেয়া হবে।  আপনার সাইটে বিজ্ঞাপন এর মাধ্যমে ভিজিটর দের তাদের কোম্পানির সাইটের নিয়ে যেতে হবে। আপনার কাছ থেকে যাওয়া ভিজিটর  সেখান থেকে হতে পারে সার্ভে সম্পন্ন করা, কোনো কিছু ডাউনলোড করা ইত্যাদি কাজের উপর আপনাকে কমিশন প্রদান করা হবে।  

সিপিএ মার্কেটিং এ কি কি কাজ থাকে?  

সিপিএ মার্কেটিং (CPA Marketing) এ এফিলিয়েট এর মত এত ঝামেলার কাজ নেই।  এফিলিয়েট এর ক্ষেত্রে যদি পণ্য বিক্রি করতে না পারেন তাহলে আপনি কোনো প্রকার কমিশন পাবেন না।  আর একটি পণ্য বিক্রি করা টাও অনেক কষ্টসাধ্য কাজ ও বটে৷  


সিপিএ মার্কেটিং সহজ কাজ থাকে৷  যদি আপনার ব্লগ ওয়েবসাইট,  ফেসবুক পেজ,  ইউটিউব চ্যানেলে অনেক পরিমানে ভিজিটর থাকে তাহলে আপনি অধিক পরিমান টাকা অনলাইন থেকে সিপিএ মারেক্টিং করে আয় করতে পারবেন।  নিচে সিপিএ মার্কেটিং এর কয়েকটি কাজ এর তালিকা দিলাম- 


  • কোম্পানির কোনো এপ ইন্সটল করা
  • কোনো ফর্ম পূরন করা 
  • সাইন আপ করা 
  • নিউজ লেটার সাবস্ক্রাইভ করা 
  • কোনো চ্যানেল সাবস্ক্রাইভ করা 
  • অনলাইন চ্যাটিং সাইটে রেজিষ্টন করানো
  • কোনো এপ ইন্সটল করানো  


এগুলা ছাড়াও প্রচুর পরিমানে সিপিএ মার্কেটিং (CPA Marketing) এর কাজ রয়েছে।  আপনার যদি মোটামুটি পরিমান ভিজিটর থাকে তাহলে কোনো রকম কষ্ট ছাড়াই সিপিএ মার্কেটিং করতে পারবেন। 

কিভাবে শুরু করবেন সিপিএ মার্কেটিং - How to start CPA marketing 

আপনি যদি একজন বিগিনার লেভেল এর হয়ে থাকেন তাহলে আপনি শুরুতেই সিপিএ মার্কেটং করতে পারবেন না।  সিপিএ মার্কেটিং এর জন্য বেশ কয়েকটি জিনিস এর প্রয়োজন পরে।  সিপিএ মার্কেটং এর জন্য সবচেয়ে প্রয়োজনীয় হলো- 


  • আপনার একটি ব্লগ সাইট থাকা 
  • কোনো চ্যানেল বা পেজ থাকা 
  • মাসে প্রচুর পরিমানে ট্রাফিক আসা 


এগুলো আপনাকে রপ্ত করতে অনেক টা সময় চলে যাবে।  উপরের জিনিস গুলো যদি আপনার ইতিমধ্যে থাকে তাহলে আপনি এখন থেকেই চাইলে সিপিএ মার্কেটিং এর সাথে সম্পৃক্ত হতে পারবেন।  


এর জন্য আপনাকে সিপিএ মার্ক্টেপ্লেসে ঢুকতে হবে।  মার্কেটপ্লেস থেকে প্রচুর সিপিএ মার্কেটিং এর ওয়েবসাইট পেয়ে যাবেন বা কাজ পেয়ে যাবেন।  যেগুলা আপনার ওয়েবসাইটে পাবলিস করে অনলাইন থেকে আয় করতে পারবেন।  আর্টিকেলের শেষে আমরা সেরা ৫ টি সিপিএ মার্কেটিং এর জন্য মার্কেট প্লেস ওয়েবসাইট দিয়ে দেব।  সেখান থেকে আপনি সিপিএ মার্কেটিং শুরু করে দিতে পারবেন। 

সিপিএ মার্কেটিং করার জন্য নিস সিলেক্ট করা কেন গুরুত্বপূর্ণ ?

শুধু মাত্র সিপিএ মার্কেটিং নয় ডিজিটাল মার্কেটং শুরু করতে হলে নিস অনেক গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।  আপনার সিলেক্ট করা নিস এর উপর যদি কোনো কোম্পানি না থাকে তাহলে সে ধরণের কোনো সিপিএ মার্কেটিং পাবেন না।  প্রশ্ন আসতে পারে তাহলে নিস কি?  


নিস হলো যে কোনো একটি ক্যাটাগেরি বা বিষয়।  আপনার ওয়েবসাইট যদি শুধু টেক রিলেটেড হয়ে থাকে তাহলে টেক রিলেটেড ভিজিটর আপনার আসবে বেশী।  মার্কেটিং এর ক্ষেত্রেও আপনি যদি টেক রিলেটেড কোনো বিজ্ঞাপন প্রদাণ করেন তাহলে সেখান থেকে নিশ্চিত ভাবেই ভিজিটর চলে যাবে বিজ্ঞাপনে।  


আপনি যদি সিপিএ মার্কেটিং (CPA Marketing)  এই করে আয় করতে চান তাহলে এমন ক্যাটাগেরি তৈরি করুন যে ক্যাটাগেরি গুলোতে মার্কেটপ্লেস বেশী কাজ পাওয়া যাবে।  যে গুলোতে ইনকাম অনেক বেশী হবে।  সাধারণত টেক রিলেটেড সিপিএ মার্কেটিং এ কাজ অনেক বেশী পাওয়া যায়। পাশাপাশি  সেখান থেকে ইনকাম এর পরিমান ও বৃদ্ধি পেতে শুরু করে। 

সেরা ৫ টি সিপিএ  মার্কেটপ্লেস - best CPA marketplace

অনেকেই আছেন যারা সিপিএ মার্কেটিং (CPA Marketing) কোথায় দিয়ে শুরু করবেন, কোথা থেকে এডভার্টাইজ করবেন এ সম্পর্কে  জানেন না।  তাই আপনাদের জন্য এ পর্যায় সেরা ৫ টি সিপিএ মার্কেটপ্লেস এর তালিকা দিয়ে দিলাম - 



১- Perform cb : এই সাইট থেকে আপনি প্রচুর পরিমানে আয় করতে পারবেন সিপিএ মার্কেটিং করে।  আপনার ব্লগ বা ওয়েবসাইট যদি লাইফ স্টাইল ও স্বাস্থ রিলেটেড হয় তাহলে এখান থেকে আয় করতে পারবেন বেশী৷  এটি ২০০২ সাল থেকে এখন পর্যন্ত টিকে রয়েছে।  


২- Click Dealer : ২০১২ সালে প্রতিষ্ঠিত করা হয় এই সিপিএ মার্কেটিং সাইট টি কে৷  আপনার ব্লগ নিশ যদি ই-কমার্স,  গেমিং ও মোবাইল রিলেটেড হয় তাহলে এ ধরণের মার্কেটিং করতে পারবেন৷ মিনিমাম ১০০ ডলার হলে আপনি পেমেন্ট গ্রহণ কর‍তে পারবেন৷  


৩- Adstra : এটি একটি বিজ্ঞাপন ওয়েবসাইট।  আপনি বিজ্ঞাপন ইম্প্রেসন এর উপরেও আয় করতে পারবেন।  তবে এই বিজ্ঞাপনের উপরে প্রচুর সিপিএ মার্কেটিং সফটওয়্যার,  গেম ইত্যাদি লিংক থাকায় আয় বেশী করা সম্ভব হয়।  মিনিমাম ৫ ডলার হলে ইউথড্র করতে পারবেন। 


৪- Advendor : আপনি যদি অনলাইনে সিপিএ মার্কেটপ্লেস খুজেন তাহলে এটি আপনাকে হতাস করবেনা। অধিক আয়ের ক্ষেত্রে এই নেটওয়ার্ক টি অনেক বেশী জনপ্রিয় হয়ে উঠছে৷  আপনার ব্লগ যদি টেক রিলেটেড হয়ে থাকে তাহলে বেশী আয় করতে পারবেন।  মিনিমাম ৫০ ডলার হলেই পেমেন্ট নিতে পারবেন।


৫- Glove wide media : এটাতে এফিলিয়েট এর মত বিভিন্ন কমিশন প্রদান করা হয়।  এই নেটওয়ার্ক এর সাথে যুক্ত রয়েছে আলি এক্সপ্রেস,  হোটেলস ইত্যাদি সহ বড় বড় কোম্পানি।  তাদের এডাভারর্টাইজ ও সেলস বৃদ্ধি করলে আপনাকে অতিরিক্ত কমিশন দিবে। মিনিমাম ১০০ ডলার হলে পেমেন্ট নিতে পারবেন।  

আমাদের শেষ কথা 

সিপিএ মার্কেটিং (CPA Marketing) সম্পর্কে আসা করি আপনাদের বোঝাতে পেরেছি।  আপনার একটি ভালো ওয়েবসাইট থাকলে বিভিন্ন কোম্পানি আপনার কাছে আসবে।  তাই আপনি যদি সিপিএ মার্কেটিং একেবারে শুরু থেকে হিরো হতে চান তাহলে অবশ্যই প্রতিটা বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url